24
যাজক গোষ্ঠী
হারোণের পুত্রদের নাম নাদব, অবীহূ, ইলিয়াসর আর ঈথামর| হারোণের আগেই নাদব আর অবীহূর অপুত্রক অবস্থায় মৃত্যু হয়| তাই ইলিয়াসর এবং ঈথামর যাজকের দায়িত্ব গ্রহণ করেছিলেন| ইলিয়াসর এবং ঈথামরের পরিবারগোষ্ঠীকে দায়ুদ দুটি পৃথক গোষ্ঠীতে ভাগ করেছিলেন যাতে তাঁরা তাঁদের দায়িত্ব সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারেন| দুই পরিবারকে পৃথক করার সময় দায়ুদ ইলিয়াসরের উত্তরপুরুষ সাদোক এবং ঈথামরের উত্তরপুরুষ অহীমেলকের সাহায্য নিয়েছিলেন| ঈথামরের পরিবারের তুলনায় ইলিয়াসরের পরিবার থেকে হওয়া নেতার সংখ্যা বেশি ছিল| ইলিয়াসরের পরিবারের মোট নেতার সংখ্যা ছিল 16 আর ঈথামরের পরিবারের নেতার সংখ্যা ছিল 8| ঘুঁটি চেলে প্রত্যেক পরিবার থেকে নেতা নির্বাচিত করা হত| কিছু লোককে পবিত্র স্থানের দায়িত্বে বেছে নেওয়া হয়েছিল এবং ইলিয়াসর ও ঈথামরের পরিবারগোষ্ঠী থেকে অন্যদের যাজক হিসাবে বাছা হয়েছিল|
লেবি পরিবারগোষ্ঠীর নথনেলের পুত্র শময়িয় ছিলেন সচিব| রাজা দায়ুদের সামনে তিনি যাজক সাদোক, অবিয়াথরের পুত্র অহীমেলক ও যাজকগণ এবং লেবি পরিবারগোষ্ঠীর নেতাদের নাম লিপিবদ্ধ করেছিলেন| একেকবার অক্ষ নিক্ষেপ করে একেকজনের নাম উঠতো আর শময়িয় তা লিখে নিতেন| এই ভাবে ইলিয়াসর এবং ঈথামর পরিবারের মধ্যে কাজকর্ম ভাগ করে দেওয়া হয়েছিল|
 
এই ভাবে প্রথম বার উঠেছিল যিহোয়ারীব গোষ্ঠীর নাম|
দ্বিতীয় বার যিদয়িয় গোষ্ঠীর নাম|
তৃতীয় বার হারীম গোষ্ঠীর নাম|
চতুর্থ বার সিয়োরীম গোষ্ঠীর নাম|
পঞ্চম বার মল্কিয়় গোষ্ঠীর নাম|
ষষ্ঠ বার মিয়ামীন গোষ্ঠীর নাম|
10 সপ্তম বার হক্কোষ গোষ্ঠীর নাম|
অষ্টম বার অবিয় গোষ্ঠীর নাম|
11 নবম বার যেশূয় গোষ্ঠীর নাম|
দশম বার শখনিয় গোষ্ঠীর নাম|
12 একাদশ বার ইলীয়াশীব গোষ্ঠীর নাম|
দ্বাদশ বার যাকীম গোষ্ঠীর নাম|
13 ত্রয়োদশ বার হুপেপর গোষ্ঠীর নাম|
চতুর্দশ বার য়েশবাব গোষ্ঠীর নাম|
14 পঞ্চদশ বার বিল্গা গোষ্ঠীর নাম|
ষষ্ঠদশ বার ইম্মের গোষ্ঠীর নাম|
15 সপ্তদশ বার হেষীরে গোষ্ঠীর নাম|
অষ্টাদশ বার হপ্পিসেস গোষ্ঠীর নাম|
16 উনবিংশতি বার পথাহিয় গোষ্ঠীর নাম|
বিংশতি বার যিহিষ্কেল গোষ্ঠীর নাম|
17 একবিংশতি বার যাখীন গোষ্ঠীর নাম|
দ্বাবিংশতি বার গামূল গোষ্ঠীর নাম|
18 ত্রয়োবিংশতি বার দলায় গোষ্ঠীর নাম|
আর চতুর্বিংশতি বার উঠল মাসিয় গোষ্ঠীর নাম|
 
19 এই ভাবে যাদের নাম উঠল তাদের প্রভুর মন্দিরের কাজের জন্য নিয়োগ করা হয়েছিল| হারোণকে প্রভু ইস্রায়েলের ঈশ্বর প্রদত্ত নিয়ম অনুযায়ী এঁদের মন্দিরের কাজ করতে হত|
অন্যান্য লেবীয়রা
20 অন্যান্য লেবিদের উত্তরপুরুষদের মধ্যে যাঁরা ছিলেন তাঁদের তালিকা দেওয়া হল:
 
অম্রামের উত্তরপুরুষদের মধ্যে ছিলেন শবূয়েল
আর শবূয়েলের উত্তরপুরুষদের মধ্যে থেকে যেহদিয়়|
21 রহবিয়র বংশধরদের মধ্যে ছিলেন বড় ছেলে যিশিয়|
22 যিষহরীয় পরিবারগোষ্ঠী থেকে ছিলেন শলোমোৎ|
আর শলোমোতের পরিবার থেকে যহৎ|
23 হিব্রোণের পুত্রদের মধ্যে যথাক্রমে যিরিয়,
অমরিয়, যহসীয়েল
এবং যিকমিয়াম|
24 উষীয়েলের পুত্রদের মধ্যে মীখা
আর তার পুত্র শামীর|
25 মীখার ভাই যিশিয়র
পুত্রদের মধ্যে সখরিয়|
26 মরারির উত্তরপুরুষদের মধ্যে মহলি, মূশি আর যাসিয়|
27 এবং যাসিয়ের পুত্ররা ছিল শোহম, সক্কুর ও ইব্রি|
28 মহলির পুত্র ইলিয়াসরের কোনো পুত্র ছিল না|
29 কীশের পুত্রদের মধ্যে ছিলেন যিরহমেল|
30 আর মূশির পুত্রদের মধ্যে মহলি, এদর আর যিরেমোৎ|
 
পরিবার অনুযায়ী এই সমস্ত লেবির নেতাদের নামই নথিভুক্ত আছে| 31 তারা বিশেষ কাজের জন্য মনোনীত হয়েছিল| তারা তাদের আত্মীয় হারোনের উত্তরপুরুষদের যাজকদের মতো ঘুঁটি চালতো| তারা লেবীয়র রাজা দায়ুদ, সাদোক অহীমেলক এবং যাজক ও লেবীয় পরিবারের নেতাদের সামনে ঘুঁটি চেলে ঠিক করতেন যে কে কি কাজ করবে| কাজের ভার দেবার সময় বড় পরিবার ও ছোট পরিবারগুলির সঙ্গে একই রকম ব্যবহার করা হত|