22
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, 
প্রভাতের হরিণী। দায়ূদের একটি গীত। 
 1 ঈশ্বর আমার, ঈশ্বর আমার, 
কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ? 
আমাকে রক্ষা করা থেকে 
এবং আমার যন্ত্রণার উক্তি থেকে কেন তুমি দূরে থাক? 
 2 আমার ঈশ্বর, আমি দিনের র বেলা ডাকি, 
কিন্তু তুমি উত্তর দাও না 
এবং রাতেও আমি নিরব থাকি না! 
 3 তবুও তুমিই পবিত্র, 
তুমিই ইস্রায়েলের প্রশংসার সঙ্গে রাজা হিসাবে বসবে। 
 4 আমাদের পূর্বপুরুষরা তোমার উপর বিশ্বাস রাখত; 
তারা তোমাকে বিশ্বাস করত 
এবং তুমি তাদের উদ্ধার করতে। 
 5 তারা তোমার কাছে কাঁদলে, তারা উদ্ধার পেত। 
তারা তোমার উপরে নির্ভর করে, হতাশ হয়নি। 
 6 কিন্তু আমি একটি কীট, মানুষ না, 
মানুষের কাছে অবমাননার বিষয় 
এবং লোকেদের দ্বারা তুচ্ছ। 
 7 যারা আমাকে দেখে তারা আমাকে উপহাস করে; 
তারা আমাকে পরিহাস করে; 
তারা আমার সম্পর্কে শোনে ও তাদের মাথা নাড়ায়। 
 8 তারা বলে, “সে সদাপ্রভুুর উপর বিশ্বাস করে; 
সদাপ্রভুু তাকে উদ্ধার করুন। তিনি তাকে রক্ষা করুন, 
কারণ তিনি তার মধ্যেই আনন্দিত।” 
 9 কারণ তুমি আমাকে গর্ভ থেকে বের করে এনেছ; 
আমি যখন আমার মায়ের স্তন পান করছিলাম, 
তখন তুমি আমাকে বিশ্বাস করতে সাহায্য করেছিলে। 
 10 গর্ভ থেকে আমি তোমার উপর নিক্ষিপ্ত হয়েছিলাম; 
আমি আমার মায়ের গর্ভে ছিলাম তখন থেকেই তুমিই আমার ঈশ্বর! 
 11 আমার কাছ থেকে দূরে থেকো না, 
কারণ বিপদ প্রায় উপস্হিত; 
সাহায্য করার কেউ নেই। 
 12 অনেক ষাঁড় আমাকে ঘিরে ধরেছে; 
বাশনের শক্তিশালী ষাঁড় আমাকে ঘিরে ধরেছে। 
 13 তারা আমার বিরুদ্ধে তাদের মুখ খুলে হ্যাঁ করে, 
যেমনভাবে গর্জনকারী সিংহ তার শিকার গ্রাস করার জন্য করে। 
 14 আমাকে জলের মত ঢালা হয়েছে 
এবং আমার সমস্ত হাড় স্হানচ্যুত হয়েছে। 
আমার হৃদয় মোমের মত হয়েছে; 
তা আমার ভেতরের অংশের মধ্যে গলে গিয়েছে। 
 15 আমার শক্* কন্ঠ তি মাটির পাত্রের একটি টুকরো মত শুকিয়ে গেছে; 
আমার জিভ আমার মুখের তালুতে লেগে যাচ্ছে। 
তুমি আমাকে মৃত্যুর ধূলোকণার মধ্যে রেখেছ। 
 16 কারণ কুকুরেরা আমাকে ঘিরেছে; 
অন্যায়কারীদের দল আমাকে ঘিরে আছে; 
তারা আমার হাত এবং পা বিদ্ধ করেছে। 
 17 আমি আমার সব হাড়গুলি গুনতে পারি; 
তারা আমার দিকে দৃষ্টি করে তাকিয়ে আছে; 
 18 তারা নিজেদের মধ্যে আমার পোশাক ভাগ করে নিল, 
তারা আমার কাপড়ের জন্য গুলিবাঁট করে। 
 19 হে সদাপ্রভুু; দূরে থেকো না, 
আমার শক্তি! আমায় দ্রুত সাহায্য কর। 
 20 তলোয়ার থেকে আমার প্রাণকে ও 
আমার মহামূল্য জীবনকে কুকুরদের হাত থেকে উদ্ধার কর। 
 21 সিংহের মুখ থেকে আমাকে বাঁচাও, 
বন্য ষাঁ† বল আমাকে কে বন্য ষাঁড়ের শিংএর থেকে কষ্ট পাচ্ছে ড়ের শিং থেকে আমাকে উদ্ধার কর। 
 22 আমি আমার ভাইদের কাছে তোমার নাম ঘোষণা করব; 
মণ্ডলীর মধ্যে আমি তোমার প্রশংসা করব। 
 23 তোমরা যারা সদাপ্রভুুকে ভয় কর, 
তাঁর প্রশংসা কর! যাকোবের সমস্ত পূর্বপুরুষেরা, 
তাঁকে সম্মান করো! তাঁকে ভয়ের কর, 
ইস্রায়েলের সমস্ত বংশধরেরা! 
 24 কারণ তিনি দুঃখী ব্যক্তির দুঃখভোগের প্রতি অবজ্ঞা বা ঘৃণা করেন না; 
সদাপ্রভুু তার থেকে তাঁর মুখ লুকান না; 
যখন একটি দুঃখী লোক তাঁর কাছে কাঁদে, 
তখন তিনি শোনেন। 
 25 মহাসমাজ মধ্যে আমার প্রশংসা তোমার কাছ থেকে আসে; 
যারা তাঁকে ভয় করে আমি তাদের সামনে আমার প্রতিজ্ঞাগুলো পূর্ণ করব। 
 26 নিপীড়িতরা ভোজন করবে এবং সন্তুষ্ট হবে; 
তাদে‡ তোমাদের র সদাপ্রভুুকে খোঁজ করে তারা তাঁর প্রশংসা করবে। 
তোমাদের হৃদয় চিরকাল জীবিত থাকুক। 
 27 পৃথিবীর সমস্ত লোক স্মরণ করবে 
এবং সদাপ্রভুুর কাছে ফিরে যাবে; 
সমস্ত জাতিদের পরিবার তাঁ§ তোমার সামনে র সামনে উপুড় হয়ে প্রণাম করবে। 
 28 কারণ রাজত্ব সদাপ্রভুুই; 
তিনি জাতিদের উপর শাসনকর্ত্তা। 
 29 পৃথিবীর সমস্ত সমৃদ্ধ লোক আরাধ* ভোজন না করবে; 
ধূলোতে নেমে আসা সমস্ত লোক ও 
যারা তাদের নিজেদের প্রাণ রক্ষা করতে পারে না 
তারাও তাঁর সামনে নতজানু হবে। 
 30 একটি প্রজন্ম আসবে তাঁর সেবা করবে; 
তারা প্রভুর পরবর্তী প্রজন্মকে বলবে। 
 31 তারা আসবে 
এবং তাঁর ধার্মিকতার কথা বলবে; 
তিনি কি করেছেন তা তারা এমন লোকদের বলবে 
যারা এখনো জন্ম গ্রহণ করে নি।