80
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শোশন্নীম–এদুৎ। আসফের একটি গীত। 
 1 হে ইস্রায়েলের পালক অবধান কর, 
যে তুমি যোষেফকে ভেড়ার পালের মতো চালাও, 
যে তুমি করূবদের উর্ধ্বে বসে আছ, 
আমাদের ওপরে দীপ্তিময় হও। 
 2 ইফ্রয়িম, বিন্যামীন ও মনঃশির 
সামনে নিজের পরাক্রমকে সতেজ কর, 
আমাদের পরিত্রান কর। 
 3 ঈশ্বর আমাকে ফেরাও, তোমার মুখ উজ্জ্বল কর, 
তাতে আমরা পরিত্রান পাব। 
 4 সদাপ্রভুু, বাহিনীগনের ঈশ্বর, 
তুমি নিজের লোকেদের প্রতি ও 
তাদের প্রার্থনার প্রতি আর কত দিন রেগে থাকবে? 
 5 তুমি খাওয়ার জন্য তাদের চোখের জল দিয়েছ, 
বহু পরিমাণে চোখের জল পান করিয়েছ। 
 6 তুমি প্রতিবেশীদের মধ্যে আমাদেরকে বিবাদের পাত্র করেছ, 
আমাদের শত্রুরা তাদের নিজেদের মধ্যে আমাদেরকে নিয়ে ঠাট্টা করে। 
 7 বাহিনীগনের ঈশ্বর, আমাদেরকে ফেরাও, 
তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা রক্ষা পাব। 
 8 তুমি মিশর থেকে একটি আঙ্গুর গাছ এনেছ, 
জাতিদেরকে দূর করে তা রোপণ করেছ। 
 9 তুমি তার জন্য জমি পরিষ্কার করেছ, 
তার মূল গভীরে গিয়ে দেশের মধ্যে ছড়িয়ে পড়ল। 
 10 তার ছায়ায় পর্বত ঢেকে যায়, 
তার শাখাগুলি ঈশ্বরের এরস গাছের মত হয়। 
 11 তা সমুদ্র পর্যন্ত নিজের শাখা, 
নদী পর্যন্ত নিজের পল্লব বিস্তার করে। 
 12 তুমি কেন তার বেড়া ভেঙে ফেললে? 
লোকেরা সব তার পাতা ছেড়ে। 
 13 বন থেকে শূকরেরা এসে তা ধ্বংস করে 
এবং মাঠের পশুরা তা মুড়িয়ে খেয়ে ফেলে। 
 14 বিনয় করি, বাহিনীগনের ঈশ্বর, 
স্বর্গ থেকে চেয়ে দেখ, 
এই আঙ্গুরলতার যত্ন কর; 
 15 রক্ষা কর তা, 
যা তোমার দক্ষিণে হাত রোপণ করেছেন, 
আর সেই পুত্রকে, 
যাকে তুমি নিজের জন্য সবল করছ। 
 16 তা আগুনে দগ্ধ হয়েছে, 
তা কেটে ফেলা হয়েছে; 
তোমার মুখের তিরস্কারে লোকেরা বিনষ্ট হচ্ছে। 
 17 তোমার হাত তোমার ডান হাতের মানুষের উপরে থাকুক, 
সেই মনুষ্যপুত্রের উপরে থাকুক 
যাকে তুমি তোমার জন্য শক্তিশালী করেছ। 
 18 তাতে আমরা তোমার থেকে ফিরে যাব না; 
তুমি আমাদেরকে সঞ্জীবিত কর, 
আমরা তোমার নামে ডাকি। 
 19 সদাপ্রভুু, বাহিনীগনের ঈশ্বর, আমাদেরকে ফেরাও; 
তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা পরিত্রান পাব।