106
 1 প্রশংসা কর সদাপ্রভুুর, ধন্যবাদ দাও সদাপ্রভুুকে, 
কারণ তিনি মঙ্গলময়, 
তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী। 
 2 কে সদাপ্রভুুর বিক্রমের কাজ সব গণনা করতে পারে? 
কে তাঁর সব প্রশংসনীয় কাজ প্রচার করতে পারে? 
 3 ধন্য তারা, যারা ন্যায় রক্ষা করে 
এবং যারা সব দিন যথাযথ কাজ করে। 
 4 সদাপ্রভুু, যখন তোমার লোকেদের ওপর 
অনুগ্রহ দেখাও তখন আমাকে মনে রেখো; 
আমাকে সাহায্য কর যখন তাদের রক্ষা কর। 
 5 তখন আমি তোমার মনোনীতদের মঙ্গল দেখবো, 
যেন তোমার জাতির আনন্দে আনন্দ করি 
এবং তোমার অধিকারের সঙ্গে গৌরব করি। 
 6 আমরা পাপ করেছি আমাদের পূর্বপুরুষদের মতো, 
আমরা অন্যায় করেছি এবং অধর্ম্ম করেছি। 
 7 আমাদের মিশরে তোমার পূর্বপুরুষরা 
আশ্চর্য্য কাজ সব বোঝেনি; 
তারা তোমার কাজের বিশ্বস্ত বিধি 
অগ্রাহ্য করল তারা সমুদ্রতীরে, 
লোহিত সাগরে, তারা বিদ্রোহ করল। 
 8 তবুও তিনি তাঁর নামের 
জন্য তাদেরকে পরিত্রান দিলেন, 
তাতে তিনি তাঁর শক্তি প্রকাশ করলেন। 
 9 তিনি লোহিত সাগরকে ধমক দিলেন 
এবং তা শুকিয়ে গেল, তারপর তিনি তাদেরকে 
গভীরের মধ্য দিয়ে নিয়ে গেলেন যেমন প্রান্তর দিয়ে যায়। 
 10 তিনি যারা তাদেরকে কারণ করে 
তাদের হাত থেকে তাদেরকে বাঁচালেন 
এবং শত্রুর শক্তি থেকে তাদেরকে উদ্ধার করলেন; 
 11 কিন্তু জল তাদের বিপক্ষদের ঢেকে দিল, 
তাদের একজনও বাঁচল না। 
 12 তারপর তারা তাঁর বাক্যে বিশ্বাস করল 
এবং তাঁর প্রশংসা গান করল। 
 13 কিন্তু তারা তাড়াতাড়ি ভুলে গেল তিনি যা করেছিলেন; 
তারা তাঁর নির্দেশের অপেক্ষা করলো না। 
 14 কিন্তু প্রান্তরে অত্যন্ত লোভ করল 
এবং মরুপ্রান্তে ঈশ্বরের পরীক্ষা করল। 
 15 তিনি তাদের অনুরোধ রক্ষা করলেন 
কিন্তু রোগ পাঠালেন যা তাদের শরীরে ঢুকল। 
 16 তারা শিবিরের মধ্যে মোশি 
এবং হারোণ সদাপ্রভুুর পবিত্র যাজকের ওপর বিরক্ত হল। 
 17 ভূমি ফাটল এবং দাথনকে গিলে নিলো, 
অবীরামের অনুগামীদের ঢেকে দিলো। 
 18 তাদের মধ্যে আগুন জ্বলে উঠল; 
আগুনের শিখা দুষ্টদের পুড়িয়ে দিলো। 
 19 তারা হোরেবে এক গরুর বাচ্চা তৈরী করল, 
ধাতুর তৈরী মূর্তির কাছে আরাধনা করল। 
 20 তারা ঈশ্বরের মহিমায় ব্যবসা করল 
ঘাস খাওয়া গরুর মূর্ত্তি নিয়ে। 
 21 তারা তাদের ত্রাণকর্ত্তা ঈশ্বরকে ভুলে গেল, 
যিনি মিশরে মহৎ কাজ করেছিলেন; 
 22 তিনি হামের দেশে নানা আশ্চর্য্য কাজ করলেন 
এবং লোহিত সাগরের ধারে নানা ভয়ঙ্কর কাজ করলেন। 
 23 তিনি তাদের ধ্বংসের জন্য আদেশ জারি করলেন 
তার মনোনীত মোশি তাঁর সামনে ভঙ্গ জায়গায় দাঁড়ালেন 
তাঁর রাগ দূর করার জন্য যাতে তিনি তাদেরকে ধ্বংস না করেন। 
 24 তারপর তারা উর্বর দেশকে তুচ্ছ করল, 
তারা তাঁর প্রতিশ্রুতি বিশ্বাস করল না; 
 25 কিন্তু তাঁবুর মধ্যে অভিযোগ করল 
এবং সদাপ্রভুুকে মান্য করল না। 
 26 তাই তিনি তাদের বিরুদ্ধে শপথ করলেন 
যে তারা মরূপ্রান্তরে মারা যাক। 
 27 আমি তাদের বংশকে জাতিদের মধ্য থেকে বিচ্ছিন্ন করবো 
এবং তাদেরকে অন্য দেশে ছিন্নভিন্ন করব। 
 28 তাঁরা বাল-পিয়োরের আরাধনা করল 
এবং মড়াদের বলি খেলো। 
 29 তারা তাদের কাজের দ্বারা তাঁকে অসন্তুষ্ট করল 
এবং তাদের মধ্যে মহামারী দেখা দিল। 
 30 তখন পিনহস দাঁড়িয়ে হস্তক্ষেপ করলেন 
এবং তাতে মহামারী প্রশমিত হল। 
 31 এটা তাঁর পক্ষে ধার্ম্মিকতা বলে 
গণ্য হল সব প্রজন্ম চিরকালের জন্য। 
 32 তারা মরীবার জলসমীপেও ঈশ্বরের রাগ জন্মাল 
এবং তাদের জন্য মোশির কষ্টহল 
 33 তারা তাঁকে তিক্ত করল 
এবং তিনি বেপরোয়াভাবে বললেন। 
 34 তারা জাতিদেরকে ধ্বংস করল না, 
যেমন সদাপ্রভুু করতে আদেশ দিয়েছিলেন। 
 35 কিন্তু তারা পাগান জাতিদের সঙ্গে মিশে গেল 
এবং তাদের শিক্ষা গ্রহণ করল; 
 36 এবং তাদের প্রতিমার আরাধনা করল, 
তাতে সে সব তাদের ফাঁদ হয়ে উঠল। 
 37 তারা তাদের ছেলেদের 
এবং মেয়েদেরকে ভূতদের উদ্দেশ্যে বলিদান করল। 
 38 তারা নির্দ্দোষদের রক্তপাত করল, তাদের ছেলে 
এবং মেয়েদের রক্তপাত করল, 
তারা কনানীয় প্রতিমাদের উদ্দেশ্যে তাদেরকে বলিদান করল; 
দেশ রক্তে অপবিত্র করলো। 
 39 তারা তাদের কাজের দ্বারা কলুষিত হল 
এবং ব্যভিচারী হলো তাদের কাজের জন্য। 
 40 তাই সদাপ্রভুু তাঁর লোকেদের ওপর রেগে গেলেন 
এবং তিনি তাঁর লোকেদেরকে ঘৃণা করলেন। 
 41 তিনি তাদেরকে জাতিদের হাতে তুলে দিলেন 
এবং যারা তাদের কারণ করত তারা তাদের ওপরে কর্তৃত্ব করল। 
 42 তাদের শত্রুরা তাদের পদদলিত করল 
এবং তারা তাদের কর্তৃত্বের কাছে পরাধীন হল। 
 43 অনেক বার তিনি তাদেরকে 
সাহায্য করতে এলেন কিন্তু তারা বিদ্রোহী হল 
এবং নিজেদের পাপে দুর্বল হয়ে পড়ল। 
 44 তবুও তিনি যখন তাদের বেদনার কথা শুনলেন, 
তখন সাহায্যের জন্য তাদের কান্না শুনলেন। 
 45 তিনি মনে করলেন তাদের সঙ্গে তার নিয়মের কথা 
এবং নরম হলেন কারণ তাঁর বিশ্বস্ততার বিধি। 
 46 তিনি তাদের বিজেতাদের তিনি করুণা করলেন। 
 47 আমাদের রক্ষা কর, 
সদাপ্রভুু, আমাদের ঈশ্বর, 
জাতিদের মধ্য থেকে আমাদেরকে সংগ্রহ কর; 
যেন আমরা তোমার পবিত্র নামের স্তব করি 
এবং তোমার প্রশংসায় জয়ধ্বনি করি। 
 48 ধন্য সদাপ্রভুু, ইস্রায়েলের ঈশ্বর, 
অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত। 
সব লোক বলুক, আমেন। সদাপ্রভুুর প্রশংসা কর।