118
 1 ধন্যবাদ দাও সদাপ্রভুুকে, কারণ তিনি মঙ্গলময়, 
তাঁর বিশ্বস্ততার বিধি অনন্তকালস্থায়ী। 
 2 ইস্রায়েল বলুক, 
“তাঁর বিশ্বস্ততার বিধি অনন্তকালস্থায়ী।” 
 3 হারোণের কূল বলুক, 
“তাঁর দয়া অনন্তকালস্থায়ী।” 
 4 সদাপ্রভুুর বিশ্বস্ত অনুগামীরা বলুক, 
“তাঁর বিশ্বস্ততার বিধি অনন্তকালস্থায়ী।” 
 5 আমি সঙ্কটের মধ্য থেকে সদাপ্রভুুকে ডাকলাম; 
সদাপ্রভুু আমাকে উত্তর দিলেন 
এবং আমাকে মুক্ত করলেন। 
 6 সদাপ্রভুু আমার সঙ্গে আছেন, 
আমি ভয় করব না; 
মানুষ আমার কি করতে পারে? 
 7 সদাপ্রভুু আমার পক্ষে আছেন আমার সাহায্যকারী হিসাবে, 
আমি বিজয়ী হব তাদের ওপর যারা আমাকে ঘৃণা করে। 
 8 মানুষের ওপর বিশ্বাস করার থেকে 
সদাপ্রভুুর আশ্রয় নেওয়া ভালো। 
 9 মানুষের ওপর আস্থা রাখার থেকে 
সদাপ্রভুুতে ভরসা করা ভালো। 
 10 সমস্ত জাতি আমাকে ঘিরে আছে; 
সদাপ্রভুুর ক্ষমতায় আমি তাদেরকে বিচ্ছিন্ন করব। 
 11 তারা আমাকে ঘিরে আছে; 
হ্যাঁ, আমাকে ঘিরে আছে, 
সদাপ্রভুুর নামে আমি তাদেরকে বিচ্ছিন্ন করব। 
 12 তারা আমাকে ঘিরে আছে মৌমাছির মতো, 
তারা কাঁটার আগুনের মত অদৃশ্য হয়ে গেল; 
সদাপ্রভুুর নামে আমি তাদেরকে বিচ্ছিন্ন করব। 
 13 তুমি আমাকে ফেলে দেবার জন্য আক্রমণ করলে, 
কিন্তু সদাপ্রভুু আমাকে সাহায্য করলেন। 
 14 সদাপ্রভুু আমার শক্তি এবং আনন্দ 
এবং তিনি একমাত্র আমার পরিত্রান দিয়েছেন। 
 15 ধার্ম্মিকদের তাঁবু থেকে বিজয় আনন্দের 
চিত্কার শোনা যাচ্ছে সদাপ্রভুুর ডান হাত বিজেতা। 
 16 সদাপ্রভুুর ডান হাত উন্নত, 
সদাপ্রভুুর ডান হাত বিজেতা। 
 17 আমি মরবো না, কিন্তু জীবিত থাকব 
এবং সদাপ্রভুুর কাজ ঘোষণা করবো। 
 18 সদাপ্রভুু আমাকে কঠোরভাবে শাস্তি দিয়েছেন, 
কিন্তু মৃত্যুর হাতে সঁপে দেননি। 
 19 আমার জন্য দরজা খুলে দাও 
যেখানে ঈশ্বরের লোকেরা প্রবেশ করে; 
আমি তার ভেতর যাবো 
এবং সদাপ্রভুুকে দেব। 
 20 এটাই সদাপ্রভুুর দরজা, 
ধার্মিকরা এর ভেতর দিয়ে ঢোকে। 
 21 আমি তোমাকে ধন্যবাদ দেবো, 
কারণ তুমি আমাকে উত্তর দিয়েছো 
এবং তুমি আমার পরিত্রান হয়েছ। 
 22 নির্মাতারা যে পাথর বাতিল করেছিল 
তা কোনের প্রধান পাথর হয়ে উঠল। 
 23 এটা সদাপ্রভুুর কাজ; 
এটা আমার চোখে অদ্ভুত। 
 24 এই সেই দিন যেদিন সদাপ্রভুু করেছেন; 
আমরা আনন্দ করবো 
এবং এতে আনন্দিত হবো। 
 25 অনুগ্রহ করে আমাদের বিজয় দাও, সদাপ্রভুু। 
 26 ধন্য তিনি যিনি সদাপ্রভুুর নামে আসছেন; 
আমরা সদাপ্রভুুর ঘর থেকে তোমাদেরকে ধন্যবাদ করি। 
 27 সদাপ্রভুুই ঈশ্বর; 
তিনি আমাদেরকে আলো দিয়েছেন; 
তোমরা দড়ি দিয়ে উৎসবের বলি বেদির শিঙে বাঁধ। 
 28 তুমি আমার ঈশ্বর 
এবং আমি তোমাকে ধন্যবাদ দেবো তুমি আমার ঈশ্বর, 
আমি তোমাকে উচ্চে স্থাপন করব। 
 29 ওহ তোমরা সদাপ্রভুুকে ধন্যবাদ দাও, 
কারণ তিনি মঙ্গলময়; 
কারণ তাঁর বিশ্বস্ত বিধি অনন্তকালস্থায়ী।