3
দায়ূদের একটি গীত, যখন তিনি তাঁর ছেলে অবশালোমের কাছ থেকে পালিয়ে গিয়েছিলেন। 
 1 সদাপ্রভুু, আমার শত্রুরা কত বেশি! 
অনেকেই আমার দিকে ঘুরে দাঁড়িয়েছে 
এবং আমাকে আক্রমণ করেছে। 
 2 অনেকে আমার সম্পর্কে বলে, 
“সেখানে তার জন্য ঈশ্বরের কাছ থেকে কোন সাহায্য নেই।” সেলা, 
 3 কিন্তু তুমি, সদাপ্রভুু, 
আমার বেষ্টনকারী ঢাল, 
আমার গৌরব এবং 
যিনি আমার মাথা উপরে তোলেন। 
 4 আমি সদাপ্রভুুর উদ্দেশ্যে আমার কন্ঠস্বর তুলি 
এবং তিনি তাঁর পবিত্র পর্বত থেকে আমাকে উত্তর দেন। 
 5 আমি শুয়ে পড়লাম ও ঘুমিয়ে পড়লাম, 
আমি জেগে উঠলাম, 
কারণ সদাপ্রভুু আমাকে রক্ষা করেছেন। 
 6 আমি বহু সংখ্যক লোকেদের ভয় পাবনা, 
যারা চারিদিক দিয়ে আমার বিরুদ্ধে নিজেদেরকে স্থাপন করেছে। 
 7 সদাপ্রভুু! ওঠ, 
আমার ঈশ্বর! আমাকে রক্ষা কর, 
কারণ তুমি আমার সমস্ত শত্রুদের চোয়ালে আঘাত করবে, 
তুমি দুষ্টদের দাঁত ভাঙ্গবে। 
 8 পরিত্রাণ সদাপ্রভুুর কাছ থেকে আসে, 
তোমার আশীর্বাদ তোমার লোকেদের উপরে আসুক। সেলা