জেরুশালেম থেকেই বিধি আসবে 
4
1 শেষের দিনগুলোতে, প্রভুর মন্দিরের পর্বতটি অন্য 
আর সমস্ত পর্বতের চেয়ে উঁচু হয়ে উঠবে| 
প্রবাহের মত সেখানে অনেক লোক যেতে থাকবে| 
2 সমস্ত জাতির লোকেরা সেখানে যাবে| তারা বলবে, 
“এসো! চলো যাকোবের ঈশ্বরের মন্দিরে যাওয়া যাক| 
তখন ঈশ্বর তাঁর জীবনযাপনের শিক্ষা আমাদের দেবেন 
এবং আমরা তাঁকে অনুসরণ করব|” 
ঈশ্বরের বিধিগুলি, হ্যাঁ, প্রভুর বার্তা জেরুশালেমে সিয়োন পর্বতের ওপরেই শুরু হবে 
এবং পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে যাবে| 
3 তখন ঈশ্বর সমগ্র জাতির বিচার হবেন| 
তিনি দূর দেশের বহু মানুষের যুক্তি-তর্কের সমাপ্তি ঘটবেন| 
ওই লোকেরা যুদ্ধের জন্য অস্ত্র হিসাবে ব্যবহার করবে| 
লোকেরা অন্যের সঙ্গে লড়াই করা বন্ধ করবে 
আর কখনই যুদ্ধের জন্য অনুশীলন করবে না| 
4 প্রত্যেকটি লোক 
তার দ্রাক্ষা এবং ডুমুর গাছের নীচে বসবে| 
কেউ তাদের দেখবে না| 
কেন? কারণ, সর্বশক্তিমান প্রভু বলেছেন এমনটাই ঘটবে! 
5 অন্যান্য সব জাতির লোক তাদের নিজের নিজের দেবতাকে অনুসরণ করে; 
কিন্তু আমরা আমাদের প্রভু ঈশ্বরকে চিরকাল, অনন্তকাল ধরে অনুসরণ করব! 
রাজ্যকে ফিরিয়ে আনতে হবে 
6 প্রভু বললেন, 
“জেরুশালেম আঘাত পেয়েছিল এবং পঙ্গু হয়ে গিয়েছিল| 
জেরুশালেমকে আঘাত করা হয়েছিল 
এবং পঙ্গু করে দেওয়া হয়েছিল; 
কিন্তু আমি তাকে আমার কাছে ফিরিয়ে আনবো| 
7 “ঐ ‘পঙ্গু’ শহরের 
লোকেরাই অবশিষ্ট থাকবে| 
ওই শহরের লোকেদের জোর করে শহর ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল; 
কিন্তু আমি তাদের একটি শক্তিশালী জাতিতে পরিণত করব|” 
প্রভুই তাদের রাজা হবেন| 
তিনি সিয়োন পর্বত থেকে চিরকাল তাদের শাসন করবেন| 
8 তোমরা, যারা পালকসকলের দূর্গ, 
তোমাদের সময় আসবে| 
সিয়োনের পাহাড় ওফেল, 
তুমিই আবার কর্তৃত্বকারীর আসন হয়ে উঠব| 
হ্যাঁ, আগেকার মতো জেরুশালেমই 
আবার রাজত্বের স্থান হবে| 
ইস্রায়েলের পক্ষে বাবিলে যাওয়া আবশ্যক কেন? 
9 এখন, কেন তোমরা উচ্চস্বরে কাঁদছো? 
তোমাদের রাজা কি চলে গেছেন? 
তোমরা কি তোমাদের নেতাকে হারিয়েছো? 
তোমরা প্রসবকারী স্ত্রীলোকের মতো যন্ত্রনা পাচ্ছ| 
10 সিয়োন কন্যা, যন্ত্রণা অনুভব কর| 
তোমার শিশুকে জন্ম দাও| 
তোমাদের অবশ্যই এই শহরের (জেরুশালেম) বাইরে যেতে হবে| 
তোমাদের মাঠে বাস করতে হবে| 
আমি বলতে চাইছি তোমরা বাবিলে যাব| 
কিন্তু তোমরা ঐ জায়গা থেকে রক্ষা পাবে| 
প্রভু সেখানে যাবেন এবং তোমাদের উদ্ধার করবেন| 
তিনি তোমাদের শত্রুদের কায় থেকে দুরে নিয়ে যাবেন| 
প্রভু অন্যান্য জাতিকে ধ্বংস করবেন 
11 বহু জাতি তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছে| 
তারা বলছে, “ওকে অপবিত্র হতে দাও, 
আমাদের দৃষ্টি সিয়োনের উপর পড়ুক!” 
12 ওই লোকেদের নিজ নিজ পরিকল্পনা আছে 
কিন্তু তারা জানে না প্রভু কি পরিকল্পনা করছেন| 
একটি বিশেষ উদ্দেশ্যে এই জনসাধারণকে 
প্রভু এখানে এনেছেন| 
শস্যকে যেভাবে তার মাড়ানোর জায়গায় আছাড়ানো হয়, 
সেইভাবেই ওই লোকেদের পিষে ফেলা হবে| 
ইস্রায়েল তার শত্রুদের পরাজিত করে জয়লাভ করবে 
13 “সিয়োন কন্যা, ওঠো এবং ওই লোকেদর পিষে ফেল! 
আমি তোমাকে খুবই বলবান করব| 
দেখে মনে হবে, তোমাদের লোহার শিং এবং পিতলের ক্ষুর রয়েছে| 
তুমি বহু লোককে টুকরো টুকরো করে মারবে| 
তুমি প্রভুর কাছে তাদের সম্পদ আনবে|”