103
দায়ূদের একটি গীত| 
1 হে আমার আত্মা, প্রভুকে ধন্যবাদ দাও! 
আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, তাঁর পবিত্র নামের প্রশংসা কর! 
2 হে আমার আত্মা, প্রভুর প্রশংসা কর! 
ভুলে যেও না যে তিনি সত্যিই দয়ালু| 
3 ঈশ্বর আমাদের পাপসমূহ ক্ষমা করেন| 
তিনি আমাদের সকল রোগ থেকে সারিয়ে তোলেন| 
4 ঈশ্বর আমাদের জীবনকে কবর থেকে রক্ষা করেন| 
তিনি আমাদের প্রেম ও সহানুভূতি দেন| 
5 তিনি আমাদের রাশি রাশি ভালো জিনিস দেন| 
তিনিই সেইজন যিনি পুরানো পালক ঘসে নতুন পালক গজানো 
একটি ঈগলের মত তোমাদের যৌবন পুনরুজ্জীবিত করেন| 
6 প্রভুই সৎ| 
প্রভু অবদমিত লোকদের কাছে ন্যায় বিচার ও নিরপেক্ষতা আনেন| 
7 ঈশ্বর মোশিকে তাঁর শিক্ষামালা দিয়েছিলেন| 
যে সব ক্ষমতা সম্পন্ন কাজ ঈশ্বর করতে পারেন সে সব তিনি ইস্রায়েলকে দেখিয়েছিলেন| 
8 প্রভু দয়ালু এবং ক্ষমতাশীল| 
ঈশ্বর ধৈর্য্যশীল এবং প্রেমে পূর্ণ| 
9 প্রভু সব সময় আমাদের সমালোচনা করেন না| 
প্রভু সর্বদা আমাদের ওপর ক্রুদ্ধ থাকেন না| 
10 আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলাম 
কিন্তু প্রাপ্য শাস্তি তিনি আমাদের দেন নি| 
11 যেমন করে পৃথিবীর ওপরে আকাশ বিস্তৃত হয়ে আছে, 
তেমনি ঈশ্বরের অনুগামীদের ওপরে ঈশ্বরের প্রেম পরিব্যপ্ত হয়ে আছে| 
12 পূর্ব যেমন পশ্চিমের থেকে বিচ্ছিন্ন, তেমন করেই ঈশ্বর, 
আমাদের কাছ থেকে আমাদের পাপকে বিচ্ছিন্ন করে নিয়ে গেছেন| 
13 পিতা যেমন পুত্রের প্রতি দয়াময় 
তেমনি প্রভুও তাঁর অনুগামীদের প্রতি দয়ালু| 
14 ঈশ্বর আমাদের সম্পর্কে সব কিছুই জানেন| 
ঈশ্বর জানেন যে আমরা ধূলো থেকে সৃষ্ট হয়েছি| 
15 ঈশ্বর জানেন আমাদের জীবন 
ঘাসের মত অত্যন্ত সংক্ষিপ্ত| 
ঈশ্বর জানেন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বুনো ফুলের মত, সেই সব ফুল খুব তাড়াতাড়ি জন্মায়| 
16 তারপর উত্তপ্ত বাতাস বইলেই সেই সব ফুল ঝরে পড়ে| 
আবার তুমি বলতেও পারবে না, সেই সব ফুল কোথায় জন্মেছিল| 
17 কিন্তু প্রভু তাঁর অনুগামীদের প্রতি সবসময়ই স্নেহশীল| 
তিনি চিরদিনই তাঁর অনুগামীদের ভালোবাসবেন| 
ঈশ্বর তাঁর সন্তানদের প্রতি এবং সন্তানদের সন্তানের প্রতিও ভালো ব্যবহার করবেন| 
18 যারা তাঁর চুক্তি অনুসরণ করে, তাদের প্রতি ঈশ্বর ভালো ব্যবহার করেন| 
যারা তাঁর আজ্ঞা মেনে চলে তাদের প্রতিও ঈশ্বর ভালো ব্যবহার করেন| 
19 স্বর্গে ঈশ্বরের সিংহাসন রয়েছে 
এবং তিনিই সব কিছুর শাসন করছেন| 
20 হে দূতগণ, প্রভুর প্রশংসা কর! 
তোমরা দূতেরা সেই শক্তিশালী সৈন্য যারা ঈশ্বরের আজ্ঞা পালন করো| 
তোমরা ঈশ্বরের কথা শোন এবং তাঁর আজ্ঞা মান্য কর| 
21 প্রভু এবং তাঁর সকল সৈন্যদের প্রশংসা কর| 
তোমরা তাঁর দাস| 
ঈশ্বর যা চান তোমরা তাই কর| 
22 প্রভুর প্রশংসা কর| 
তাঁর রাজ্যের প্রতিটি জায়গায় তাঁর সব কাজগুলিকে প্রশংসা কর| 
হে আমার আত্মা, প্রভুর প্রশংসা কর!