143
দায়ূদের প্রশংসা গীতের অন্যতম| 
1 প্রভু, আমার প্রার্থনা শুনুন| 
এবং তারপর আমার প্রার্থনার উত্তর দিন| 
আমাকে দেখান যে সত্যিই আপনি কত মঙ্গলকর ও বিশ্বস্ত| 
2 আমি আপনার দাস, আমাকে বিচার করবেন না| 
কারণ কোন জীবিত ব্যক্তি আপনার সামনে কখনই নির্দোষ বলে বিবেচিত হতে পারে না| 
সারা জীবন ধরে আমি কি কখনও নিষ্পাপ বলে বিবেচিত হব| 
3 কিন্তু শত্রুরা আমায় তাড়া করেছে| 
তারা আমার জীবনকে ভেঙ্গে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে| 
দীর্ঘদিন আগে মরে যাওয়া লোকের মত 
ওরা আমাকে অন্ধকার কবরে ঠেলে দিচ্ছে| 
4 আমি ত্যাগ করতে প্রস্তুত| 
আমি আমার সাহস হারিয়ে ফেলেছি| 
5 কিন্তু দীর্ঘকাল আগে কি ঘটেছিলো আমার তা মনে আছে| 
বহু বিষয়, যেগুলো আপনি করেছিলেন তার সম্বন্ধে আমি ভাবি| 
আপনার বিপুল ক্ষমতা দিয়ে আপনি যা করেছিলেন সে সম্পর্কে আমি বলে থাকি| 
6 প্রভু, আমার দু হাত তুলে আপনার কাছে প্রার্থনা করি, 
যেমন করে শুকনো জমি বৃষ্টির প্রতীক্ষা করে তেমন করে আমি আপনার সাহায্যের প্রতীক্ষা করি| 
7 শীঘ্রই আমাকে উত্তর দিন প্রভু| 
আমি সাহস হারিয়েছি| 
আমার থেকে বিমুখ হবেন না| 
কবরে শুয়ে থাকা মৃত লোকের মত আমাকে মৃত হতে দেবেন না| 
8 প্রভু আজকের সকালে আমাকে আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন| 
আমি আপনাতে বিশ্বাস রাখি| 
আমার যা করণীয় তা আমায় দেখান| 
আমি আমার জীবন আপনার হাতে সমর্পণ করছি! 
9 প্রভু আমি নিরাপত্তার জন্য আপনার কাছে এসেছি| 
শত্রুদের থেকে আমায় রক্ষা করুন| 
10 আমাকে দিয়ে আপনি কি করাতে চান তা আমায় দেখান| 
আপনি আমার ঈশ্বর| 
আপনার মহৎ উদ্দীপনা দিয়ে 
আমায় সঠিক পথে এগিয়ে দিন| 
11 প্রভু আমাকে বাঁচতে দিন, 
তাহলে লোকে আপনার নামের প্রশংসা করবে| 
আপনি যে প্রকৃতই মঙ্গলকর তা আমায় দেখান 
এবং শত্রুদের থেকে আমায় রক্ষা করুন| 
12 হে প্রভু, আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন 
এবং যারা আমায় মেরে ফেলতে চাইছে সেই শত্রুদের হাত থেকে আমায় রক্ষা করুন| 
তাদের পরাজিত করুন 
এবং তাদের ধ্বংস করুন|