72
শলোমনের প্রতি| 
1 ঈশ্বর রাজাকে আপনার মত সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন| 
রাজার পুত্রকে আপনার ধার্মিকতা সম্পর্কে শিক্ষালাভ করতে সাহায্য করুন| 
2 রাজাকে আপনার লোকদের প্রতি ন্যায্য বিচার করতে সাহায্য করুন| 
আপনার দীন লোকদের প্রতি বিচক্ষণ সিদ্ধান্ত নিতে তাকে সাহায্য করুন| 
3 সারা ভূখণ্ড জুড়ে শান্তি 
ও ন্যায়বিচার থাকতে দিন| 
4 রাজাকে দীন মানুষের প্রতি সুবিচার করতে দিন| 
সহায় সম্বলহীনকে তিনি যেন সাহায্য করেন| 
ওদের যারা আঘাত করে তাদের যেন উনি শাস্তি দেন| 
5 যতদিন পর্যন্ত আকাশে চাঁদ থাকে এবং সূর্য প্রতিভাত হবে ততদিন যেন লোকেরা রাজাকে ভয় ও শ্রদ্ধা করে| 
লোকরা যেন তাকে চিরদিন ভয় ও শ্রদ্ধা করে| 
6 যে বৃষ্টি শস্যক্ষেতের ওপর ঝরে পড়ে, রাজাকে সেই বৃষ্টির মত হতে সাহায্য করুন| 
যে জলধারা জমিতে পতিত হয়, তাকে সেই ধারার মত হতে সাহায্য করুন| 
7 যতক্ষণ তিনি রাজা রয়েছেন ততদিন যেন সৎ লোকরা বিকশিত হয়| 
যতদিন আকাশে চাঁদ রয়েছে ততদিন যেন শান্তি বজায় থাকে| 
8 এক সমুদ্র থেকে আর এক সমুদ্র পর্যন্ত তার রাজত্বের বিস্তার হোক্| 
ফরাৎ নদী থেকে পৃথিবীর দূর প্রান্ত পর্যন্ত যেন তাঁর রাজত্ব বজায় থাকে| 
9 মরুভূমিতে যারা বাস করে তারা সবাই যেন তাঁর কাছে আনত হয়| 
তাঁর সব শত্রুরা যেন মাটির ধূলোতে মুখ ঠেকিয়ে তার কাছে অবনত হয়| 
10 তর্শীশের রাজা এবং অন্যান্য দূরবর্তী রাজ্য যেন তাঁর জন্য উপহার বয়ে আনে| 
শিবা ও সবার রাজারা যেন তার জন্য নৈবেদ্য বয়ে আনে| 
11 সব রাজা যেন আমাদের রাজার কাছে নত হয়| 
সব জাতি যেন তাঁর সেবা করেন| 
12 আমাদের রাজা সহায় সম্বলহীনদের সাহায্য করেন| 
আমাদের রাজা দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করেন| 
13 দরিদ্র ও অসহায় মানুষ তাঁর ওপর নির্ভর করেন| 
রাজা তাদের বেঁচে থাকতে সাহায্য করেন| 
14 সেই সব নিষ্ঠুর লোকরা যারা ওদের ক্ষতি করতে চেষ্টা করে, তাদের হাত থেকে রাজা ওদের রক্ষা করেন| 
ওই সব দীন-দরিদ্র মানুষের জীবন রাজার কাছে অত্যন্ত মূল্যবান| 
15 রাজা দীর্ঘজীবী হোন! 
তিনি যেন শিবার কাছ থেকে সোনা গ্রহণ করেন| 
সর্বদা রাজার জন্য প্রার্থনা কর| 
প্রতিদিন তাকে আশীর্বাদ কর| 
16 জমিগুলিতে যেন প্রচুর পরিমানে ফসল হয়| 
পাহাড়গুলো যেন শস্যে ভরে ওঠে| 
জমিগুলো যেন লিবানোনের মত উর্বর হয়ে ওঠে| 
যেমন করে মাঠগুলো ঘাসে ভরে যায় তেমন করে যেন শহরগুলো মানুষে ভরে ওঠে| 
17 রাজা যেন চিরদিনের জন্য বিখ্যাত হয়ে যান| 
যতদিন সূর্য প্রতিভাত হবে, ততদিন যেন লোকরা তাঁর নাম মনে রাখে| 
লোকরা যেন তাঁর আশীর্বাদ পায় 
এবং সকলে যেন তাঁকে আশীর্বাদ করে| 
18 প্রভু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা কর! 
একমাত্র ঈশ্বরই এমন আশ্চর্য্য কার্য করতে পারেন| 
19 চিরদিন তাঁর মহিমাময় নামের প্রশংসা কর! 
তাঁর মহিমা যেন সারা পৃথিবীকে পরিপূর্ণ করে দেয়! 
আমেন! আমেন! 
20 (যিশয়ের পুত্র, দায়ূদের প্রার্থনাসমূহ এখানেই শেষ হলো|)