নারীর প্রতি জেরুশালেমের নারীদের উক্তি 
6
1 রমণীদের মধ্যে সুন্দরী শ্রেষ্ঠা, 
তোমার প্রেমিক কোথায় গেছে? 
তোমার প্রিয়তম কোন দিকে গেছে? 
আমাদের বল, তাহলে, তাকে খোঁজার ব্যাপারে, আমরা তোমাকে সাহায্য করতে পারি| 
জেরুশালেমের নারীদের প্রতি তার উত্তর 
2 আমার প্রিয়তম 
তার মশলার বাগানে গিয়েছে| 
সে তার বাগানে ঘুরে বেড়াতে 
ও পদ্ম ফুল তুলতে গেছে| 
3 আমি একমাত্র আমার প্রেমিকের 
এবং আমার প্রেমিক একমাত্র আমারই| 
সে পদ্ম বনে ঘুরে বেড়ায়| 
তার প্রতি পুরুষের উক্তি 
4 হে প্রিয়তমা, তুমি তির্সার মত সুন্দর, 
জেরুশালেমের মত মনোরম, 
দুর্গ দ্বারা রক্ষিত নগরীর মত ভয়ঙ্কর| 
5 আমার দিকে চেয়ে দেখো না! 
তোমার দুটি চোখ আমায় অস্থির করে দেয়! 
তোমার কেশরাশি, গিলিয়দ পর্বতের ঢাল বেয়ে 
নেমে আসা একদল ছাগলের মত| 
6 তোমার দাঁতগুলো সদ্য স্নাত ছাগীর মত| 
তারা প্রত্যেকেই যমজ বৎস জন্ম দিয়েছে 
এবং একটা মেষও তার শাবককে হারায় নি| 
7 তোমার গণ্ডদেশ ডালিম ফলের 
দুটি আধখানা টুকরোর মতো| 
8 ষাট জন রাণী বা 80 জন উপপত্নী থাকতে পারে, 
এমনকি অগণিত তরুণীরাও থাকতে পারে, 
9 কিন্তু আমার পরিপূর্ণা, 
আমার কপোতী অদ্বিতীয়া| 
সে তার মায়ের কাছে অনন্যা, 
যে তাকে জন্ম দিয়েছিল তার সব থেকে প্রিয় সন্তান! 
যুবতী রমণীরা তার দিকে চেয়ে দেখে এবং তার রূপের প্রশংসা করে| 
শুধু তাই নয়, রাণীরা এবং উপপত্নীরাও তার প্রশংসা করে| 
নারীরা তার প্রশংসা করে 
10 ঐ তরুণী মেয়েটি কে? 
মেয়েটি ভোরের আভার মতই উজ্জ্বল| 
সে চাঁদের মত সুন্দর| 
সে সূর্যের মত উজ্জ্বল| 
সে শোভাযাত্রার তারাদের মত সম্ভ্রান্ত| 
নারীর উক্তি 
11 উপত্যকার ফল দেখতে 
আমি আখরোটের বাগানে গেলাম, 
দেখতে গেলাম দ্রাক্ষাক্ষেতে 
অথবা ডালিমগাছে ফল ধরেছে কিনা| 
12 আমি নিজেও জানতাম না যে সে আমাকে রথের ওপর যুবরাজ হিসেবে বসিয়েছে| 
জেরুশালেমের কন্যারা তাকে বললো 
13 ফিরে এসো, ফিরে এসো শূলম্মীয়! 
ফিরে এসো, ফিরে এসো, যাতে আমরা তোমায় চেয়ে দেখতে পারি| 
শূলম্মীয়ের দিকে তুমি কেন তাকিয়ে দেখ? 
সে যে মহনয়িমে বিজয় নৃত্যে মগ্ন|