126
মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত| 
1 সিয়োন থেকে নির্বাসিত লোকদের প্রভু যখন ফিরিয়ে আনলেন, 
সেই সময় যেন স্বপ্নের মতই ছিলো! 
2 আমরা আনন্দে ভরে গিয়েছিলাম এবং আনন্দে গান গেয়েছিলাম! 
তখন অন্যান্য জাতিতে সংবাদ ছড়িয়ে পড়লো, 
“ইস্রায়েলের লোকদের জন্য প্রভু বিস্ময়কর সব কাজ করেছেন|” 
3 হ্যাঁ, প্রভু আমাদের জন্য চমৎকার জিনিসগুলি করেছেন এবং এই বিষয়ে আমরা খুশী| 
4 হে প্রভু, মরুভূমিতে অতর্কিত বন্যার মত 
আমাদের ভাগ্য ফিরিয়ে দিন| 
5 কোন ব্যক্তি যখন বীজ বোনে তখন হয়তো সে বিমর্ষ থাকে| 
কিন্তু যখন সে ফসল সংগ্রহ করে তখন সে খুশী হয়| 
6 যখন সে জমিতে বীজ বয়ে নিয়ে যায় তখন সে কাঁদতে পারে| 
কিন্তু যখন সে শস্য ঘরে তোলে তখন সে খুশী হবে, আর উল্লাসে চিৎকার করবে!