127
মন্দির পর্যন্ত যাওয়ার জন্য শলোমনের একটি গীত| 
1 যদি প্রভু স্বয়ং একটি বাড়ী না তৈরী করেন, 
তাহলে নির্মাণকারীরা বৃথাই তাদের সময় নষ্ট করছে| 
যদি প্রভু স্বয়ং শহরের নজরদারি না করেন 
তাহলে রক্ষী বৃথাই তার সময় নষ্ট করছে| 
2 জীবিকার জন্য ভোরে ওঠা 
এবং অধিক রাত পর্যন্ত কাজ করা অবশ্যই সময়ের অপচয়| 
ঈশ্বর যাদের ভালোবাসেন 
তাদের রাত্রে সুনিদ্রা দেন| 
3 শিশুরা ঈশ্বরেরই উপহার| তারা হল মায়ের গর্ভ থেকে পাওয়া পুরস্কার| 
4 একজন যুবকের ছেলেরা একজন সৈনিকের তূণের ভেতর থেকে বেরিয়ে আসা তীরের মত| 
5 যে লোক তার তূণকে সন্তান দ্বারা পূর্ণ করে সে ধন্য হবে| 
সেই লোক কখনই পরাজিত হবে না নগরের ফটকগুলিতে, তার সন্তানরা তাকে তার শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ করবে|